সংবাদদাতা:
কক্সবাজার সদরের ইসলামপুর মাওলানা কলিম উল্লাহ (রহ.) ফাউন্ডেশন স্কলারশীপ পরীক্ষা-২০১৭ এর ফলাফল প্রকাশিত হয়েছে।
২৪ জানুয়ারি ফলাফল ঘোষণা করেন সংগঠনের প্রধান পরিচালক মাওলানা হোছাইন আহমদ।
এবারের স্কলারশীপ পরীক্ষা এবতেদায়ী পঞ্চম শ্রেণী, দাখিল অষ্টম শ্রেণী ও দাখিল দশম শ্রেণী ছাত্র ছাত্রীদের মধ্যে অনুষ্টিত হয়।এবতেদায়ী পঞ্চম শ্রেণীতে ১ম হয়েছে ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাজেদুল ইসলাম (রোল নাম্বার ৫০১৪)। ২য় দারুস সালাম একাডেমীর রাবেয়া বছরি (রোল নাম্বার ৫০১৭)। ৩য় হয়েছে ইসলামাবাদের এ জি লুৎফুল কবির বালিকা দাখিল মাদ্রাসার তাহাসিন আমিন ফাহিম (রোল নাম্বার ৫০০২) । ৪র্থ হয়েছে দারুস সালাম একাডেমীর আতাউর রহমান (রোল নাম্বার ৫০২০)। ৫ম হয়েছে দারুস সালাম একাডেমীর ওবাইদুল ইসলাম (রোল নাম্বার ২০২১)।
দাখিল অষ্টম শ্রেণীতে ১ম হয়েছে খুটাখালী তামিজিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার এন এম রশিদুজ্জমান মাসুম (রোল নাম্বার ৮০০৬), ২য় তাসমিমুল ইসলাম সাওম (রোল নাম্বর ৮০০২)। ৩য় হয়েছে পালাকাটা গুলজার বেগম দাখিল মাদ্রাসার সুমাইয়া ইসলাম তামান্না (রোল নাম্বার ৮০১৩), ৪র্থ হয়েছে ইসলামাবাদের ইছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার মোহাম্মদ জমির উদ্দিন (রোল নাম্বার ৮০০১), ৫ম হয়েছে পালাকাটা গুলজার বেগম দাখিল মাদ্রাসার জান্নাতুল ফেরদৌস (রোল নাম্বার ৮০১০)।
দাখিল দশম শ্রেণীতে ১ম হয়েছে ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার মোহাম্মদ মোছাদ্দেকুল ইসলাম তারিন (রোল নাম্বার ১০০১১), ২য় হয়েছে ডুলা ফকির (র) মিশকাতুন্নবী (স) দাখিল মাদ্রাসার জান্নাতুল ফেরদৌস (রোল নাম্বার ১০০০১), ৩য় হয়েছে ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার তাসমিনা ফরদৌস (রোল নাম্বার ১০০০২), ৪র্থ হয়েছে ইশরাত জাহান সুমাইয়া (রোল নাম্বার ১০০০), ৫ম হয়েছে উম্মে জয়নাব (রোল নাম্বার ১০০০৪)।
আগামী ২৬ মার্চ বৃত্তি প্রাপ্তদেরকে পুরষ্কৃত করা হবে। বৃত্তিপ্রাপ্তদের ২৬ শে মার্চ সকাল ১০ টায় ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।