সিবিএন:
কক্সবাজার শহরে ৯০০ ইয়াবাসহ দুই খুচরা ব্যবসায়ী আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টিম। মঙ্গলবার (২৩ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে কলাতলী হোটেল সী প্যালেস এর বিপরীত পার্শ্বে অবস্থিত ঈগল পরিবহনের কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এর সহকারী পরিচালক সোমেন মন্ডলের নেতৃত্ব এই অভিযানে আটকরা হলেন- মাদারীপুর জেলার কুমিরপাড়া থানার সাতভাগিয়া এলাকার মৃত কুদ্দুস মুড়লের ছেলে বাবুল মোড়ল (২৯) এবং একই এলাকার মো: আশরাফ মোড়লের ছেলে উজ্জ্বল মোড়ল (৩০)।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে কক্সবাজার মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। অভিযানকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এর পরিদর্শক আব্দুল মালেক তালুকদার, সিপাই আবদুল্লা আল মামুন, জ্ঞান দত্ত চাকমা ও মোঃ হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।