সংবাদদাতা:
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা আমতলী মাঠ এলাকা থেকে ১১ বছরের এক শিশু হারিয়ে গেছে। শিশুটির নাম-রেজাউল করিম (১১)। পিতা-আব্দুল আলম। মাতা-ছালেহা বেগম।
ঠিকানা- চাকঢালা আমতলী মাঠ, ৬নং ওয়ার্ড, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান পার্বত্য জেলা। শিশুটি পার্শ্ববর্তী ক্ষিণ মৌলভীরকাটা হেফজখানার ছাত্র।
নিখোঁজ ছেলের বাবা জানায়, গত ১৪ জানুয়ারী দুপুর অাড়াইটায় খেলাধুলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বাড়িতে ফিরে না আসায় আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি, আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় অনেক খোঁজাখুঁজি করার পরও পাওয়া যায়নি।
নিখোঁজের বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে যার নম্বর ৮২১। এদিকে এখনও পর্যন্ত সন্তানের খোজ না পাওয়ায় শিশুটির মা-বাবা, আত্মীয়স্বজন শোকে মুহ্যমান হয়ে পড়েছে।
কোন সহৃয় ব্যক্তি যদি শিশুটির খোজ পেয়ে থাকলে নাইক্ষ্যংছড়ি থানায় অথবা তার বাবার মোবাইলে (০১৮১১-১১১৪০০) যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।