জাহাঙ্গীর আলম, টেকনাফ:

টেকনাফ উপজেলার মিঠাপানিছড়া এলাকায় ডাকাত দলের আস্তানায় কোস্টর্গাডের অভিযানে দেশীয় তৈরী একটি পিস্তল,তাজা গুলি, সরঞ্জাম উদ্ধার।

২৩ জানুয়ারী আনুমানিক রাত ০২টার দিকে মিঠাপানিরছড়ায় ডাকাতের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।উক্ত ঘটনা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ কোস্টর্গাড স্টেশনের লেঃ কমান্ডার জাফর ঈমামের নেতৃত্বে কোস্টর্গাড সদস্যরা ডাকাতের আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করলে ডাকাত দলের সদস্যরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল কোস্টর্গাডের উদ্দেশ্য গুলি করলে কোস্টর্গাড পাল্টা গুলি করে।একপর্যায় ডাকাতদল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কোস্টর্গাড সদস্যারা ঘটনাস্থল থেকে ০১টি দেশীয় পিস্তল,০৬ রাউন্ড গুলি,০২টি খালি ম্যাগজিন ও ০২টি দেশীয় তৈরী ছুরি উদ্ধার করে।

উক্ত ঘটনায় কোস্টর্গাড সদস্যরা কোন ডাকাত সদস্যকে আটক করতে পারেনি।উদ্ধারকৃত পিস্তল সহ যাবতীয় সরঞ্জাম টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার ও অভিযান পরিচালনাকারী অফিসার লেঃ কমান্ডার জাফর ঈমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।