চকরিয়া প্রতিনিধি:
বৃহত্তর চট্টগ্রামের পাঠক নন্দিত ও বহুল প্রচারিত দৈনিক সাঙ্গু পত্রিকায় অনুসন্ধানী প্রতিবেদনসহ গ্রামীণ জনপদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে মফস্বল এলাকায় বীরত্বপূর্ণ অবদান রাখায় দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ প্রতিনিধি-২০১৭ সম্মাননা পেয়েছেন দৈনিক সাঙ্গু’র কক্সবাজারের চকরিয়া প্রতিনিধি এম.মনছুর আলম।
সোমবার (২২ জানুয়ারী) বিকালে চট্টগ্রামের আন্দরকিল্লাস্থ কদম মোবারক বাই লেইন এ.বি.এল তারাবানু ভবনস্থ পত্রিকার নিজস্ব কার্যালয়ে প্রতিনিধি সম্মেলন মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এ সম্মাননা দেয়া হয়।
দৈনিক সাঙ্গু ও দৈনিক প্রিয় চট্টগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবির হোসেন সিদ্দিকীর কাছ থেকে শ্রেষ্ট প্রতিনিধি সম্মাননা স্মারক গ্রহণ করেন এম.মনছুর আলম।উক্ত সম্মাননা প্রদান অনুষ্টানে উপস্থিত ছিলেন দৈনিক সাঙ্গু পত্রিকার যুগ্ম-সম্পাদক বদরুল ইসলাম মাসুদ, মফস্বল সম্পাদক ফারুক হোসেন সিদ্দিকি,দৈনিক প্রিয় চট্টগ্রামের মফস্বল সম্পাদক মানস চৌধুরী,যুগ্ম-সম্পাদক সাজ্জাদ হোসেন সিদ্দিকী,চীফ রিপোর্টার ইসমত মর্জিদা ইতি,ইকবাল হোসেন জিসান,মাহতাব উদ্দিন চৌধুরী,সাব এডিটর বিশু রায় চৌধুরী,বিজ্ঞাপন ম্যানেজার মোহাম্মদ এরশাদসহ পত্রিকার সংশ্লিষ্টরা।
উল্লেখ্য যে,সাংবাদিক এম.মনছুর আলম চকরিয়া প্রতিনিধি হিসেবে দৈনিক সাঙ্গু ছাড়াও ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন,কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক সাগর দেশ ও অনলাইন নিউজ পোর্টাল পার্বত্য নিউজ ডট.কম এ অত্যান্ত নিষ্টা, সততা ও দক্ষতার সাথে দীর্ঘদিন ধরে পত্রিকায় কর্মরত হিসেবে কাজ করে আসছেন।তার এ সম্মাননা প্রাপ্তিতে তিনি আরো বহুদর এগিয়ে যাওয়ার প্রত্যয়ে সকলের সার্বিক সহযোগীতাসহ দোয়া কামনা করেন।