সংবাদ বিজ্ঞপ্তি
চকরিয়া উপজেলা খুটাখালীর পীর বিশিষ্ট আলেমেদ্বীন ও আধ্যাত্নিক ব্যক্তিত্ব হাফেজ মাওলানা আবদুল হাই (৮০) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি সদর উপজেলা চেয়ারম্যান জিএম রহিমুল্লাহ, শহর আমীর আলহাজ্ব সাইদুল আলম, সেক্রেটারি আবদুল্লাহ আল ফারুক।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হাফেজ আবদুল হাই ইসলামের জন্য নিবেদিত একজন সাধক পুরুষ ছিলেন। প্রচলিত পীর প্রথার উর্ধ্বে ওঠে তিনি সত্যিকার ইসলামী মতাদর্শের আলোকে আধ্যাত্নিক জগতে সাধনা করতেন।ইসলামী রীতি নীতি ও তাহজিব তামাদ্দুন অনুসরণ ও অনুকরণে মরহুমের ভূমিকা সর্বজনবিদিত। তাঁর অনুপস্থিতিতে যে শূণ্যতার সৃষ্টি হবে তা সহজেই পূরণীয় নয়।তাকে হারিয়ে আমরা একজন হকপন্থি আধ্যাত্নিক পুরুষ কে হারালাম।
নেতৃবৃন্দ মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার- পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ২২ জানুয়ারি শ্বাসকষ্ঠজনিত রোগে আক্রান্ত হয়ে হাফেজ মাওলানা আবদুল হাই ইন্তেকাল করেছেন।
হাফেজ মাওলানা আবদুল হাই এর মৃত্যুতে জামায়াতের শোক
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।