খুটাখালীর হক্কানী পীর, ইসলামি আন্দোলনের কর্মীদের অভিভাবক, আধ্যাত্বিক সাধক, হযরত আলহাজ মাওলানা হাফেজ আব্দুল হাই হুজুরের ইন্তেকালে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।
এক শোক বিবৃতিতে শাহজাহান চৌধুরী মরহুম পীর ছাহেব হুজুরের পরিবার, পরিজন, মুরিদান, ভক্তসহ শোকাহত সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আল্লাহ তায়ালা যেন সকলকে এই শোক সহ্য করার তাওফিক দান এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
খুটাখালীর পীর আবদুল হাইর’র মৃত্যুতে শাহজাহান চৌধুরীর শোক
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে