চীফ রিপোর্টার, সিবিএন:

উখিয়ার বালুখালী ক্যাম্পে ছুরিবিদ্ধ অবস্থায় মো: ইউসুপ আলী (৫৫)এক রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ক্যাম্পের বি-১০ নং ব্লকে থাকতেন। সোমবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বি-১০ নং ব্লকের মসজিদের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

উখিয়া থানার ওসি আবুল খায়ের জানান, সংবাদ পেয়ে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ছুরিবিদ্ধ অবস্থায় রোহিঙ্গা ইউসুপ আলীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। মসজিদ থেকে আসার সময় রোহিঙ্গারাই ছুরিকাঘাত করে তাকে হত্যা করেছে। এ ঘটনায় কে বা কারা জড়িত তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।