মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি
রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে অবস্থিত উপজেলার ঐতিহ্যবাহী এক মাত্র ডিগ্রী মানের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান ২১ জানুয়ারি রবিবার সকাল ১১ টায় অধ্যক্ষ মৌলানা মোঃ আইয়ুবে সভাপতিত্বে মাদ্রসার মাঠে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি মাদ্রাসার পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব এ এম এম জহির উদ্দিন (বদরু) বলেন এ শিক্ষা প্রতিষ্ঠানটি রামুতে দীর্ঘ দিন থেকে সুনামের সহিত প্রতি বছর বিভিন্ন পরীক্ষায় ভাল ফালাফল করে আসছে। বরাবরের মত এবারের দাখিল পরিক্ষায় ও ভাল রেজাল্ট করতে মহান সৃষ্টিকর্তা যেন সহায়ক হয় এ কামনা করেন। তিনি পরিক্ষার্থীদের সুন্দর ভাবে নকল মুক্ত পরিক্ষা দিয়ে অতিতের সুনাম অক্ষুণ্ণ রাখার আহবান জানান। এ সময় মৌলানা বদরু বলেন নিজ উদ্যোগে কচ্ছপিয়াতে একটি বালিকা মাদ্রাসা করার ঘোষণা দেন। মাষ্টার সমশুল আলমের সঞ্চালনায় অনিষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালনা কমিটির সদস্য মৌলানা নুরুল হক, মৌলানা দিল মোহাম্মদ,সহকারী অধ্যক্ষ মৌলনা মোঃ আবু তাহের,সিনিয়ার শিক্ষক মৌলনা নুরুল ইসলাম, মাঈনুদ্দিন খালেদ,মোঃ সেলিম উদ্দিন, মহাব্বুর রহমান, ফইজুল হাসানসহ শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
