নুসরাত পাইরিন:
কক্সবাজার কক্সবাজার শহরে পাহাড় খেকো ও বাসের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।২১ জানুয়ারি সন্ধ্যায় এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, ডিসির নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জয়ের নেতৃত্বে শহরের আলীর জাহাল এলাকায় অভিযান চালানো হয়।এ সময় পাহাড় কাটার অপরাধে স্থানীয় ফোরকান আহম্মদের স্ত্রী সাজেদা বেগমকে পরিবেশ আইনে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে শ্যামলী বাস সহ দুটি বাসকে হাইড্রলিক হর্ণ ব্যবহারের দায়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল আশ্রাব, জেলা প্রশানের পেশকার মো. জসীম উপস্থিত ছিলেন। আদালতকে সহযোগিতা করেন ১৫ আনসার ব্যাটেলিয়নের সদস্যরা।।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।