প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারে বাস্তবায়নরত সরকারের মেগা প্রকল্পগুলোতে স্থানীয় শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেয়ার দাবি জানিয়েছেন জেলা শ্রমিক লীগের নেতারা। গতকাল রোববার বিকাল ৪টায় অস্থায়ী কার্যালয়ে আয়োজিত জেলা শ্রমিক লীগের কার্যকরী সভায় এই দাবি জানানো হয়।
এসময় বক্তারা বলেন, ‘শ্রমিকবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প হিসেবে পরিচিত মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ, রেললাইন প্রকল্পসহ যে সমস্ত মেগা প্রকল্প কক্সবাজারে বাস্তবায়ন হচ্ছে সেসব প্রকল্পে বিএনপি-জামায়াত পন্থী ঠিকাদার নিয়োগের মাধ্যমে কাজ করা হচ্ছে। তারা পরিকল্পিতভাবে প্রকল্পসমূহে কক্সবাজারের বাহির থেকে শ্রমিক এনে কাজ করাচ্ছে। অথচ কক্সবাজারের হাজার হাজার শ্রমিক বেকার মানবেত জীবন কাটাচ্ছে। যা অত্যন্ত দু:খজনক। অবিলম্বে সমস্ত প্রকল্পে স্থানীয় শ্রমিক নিয়োগ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা জোর দাবি জানাচ্ছি।
জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় আরো বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম কালু, শাহজাহান মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল কবির সাইফী, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন আহামদ, নেজাম উদ্দীন শাওন, সহ-সাধারণ সম্পাদক মো. ইউনুছ, দুলাল কান্তি পাল, দপ্তর সম্পাদক এম. ওসমান গণি, আইন সম্পাদক কফিল উদ্দীন জুয়েল, সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পদক খোরশেদ আলম, সদস্য আবদুর রহিম সিকদার, ফরিদুল আলম, কুতুবদিয়া উপজেলা আহ্বায়ক নূরুল ইসলাম কুতুবী, চকরিয়া উপজেলা আহ্বায়ক জামাল উদ্দীন, পেকুয়া উপজেলা আহ্বায়ক নূরুল আবছার, মহেশখালী উপজেলা সদস্য সচিব সরওয়ার আলম, চকরিয়া পৌর আহ্বায়ক জহিরুল ইসলাম, চকরিয়া উপজেলা যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা যুগ্ম-আহ্বায়ক আবদুর রহিম সিকদার, চকরিয়া পৌর সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন ধলু, হকার শ্রমিক লীগের আমান উল্লাহ, সেলুন কর্মচারী শ্রমিক লীগের রাসেল কান্তি শীল, মো. আরিফুল ইসলাম প্রমুখ।
কার্যকরী পরিষদের সভায় গৃহিত সিদ্ধান্ত: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন, সাংগঠনিক স্থবিরতা বিরাজ করায় পেকুয়া উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা, অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে টেকনাফ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক দিদার মিয়া কংফুকে সংগঠন থেকে অব্যাহতি প্রদান, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ঈদগাঁও সাংগঠনিক উপজেলাকে ও উখিয়া উপজেলা বর্ধিত সভা আয়োজন করার নির্দেশ, রামু উপজেলা কমিটিকে সকল ইউনিয়ন সম্মেলনের কমিটি গঠন করার নির্দেশ, ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহের মধ্যে চকরিয়া পৌরসভা শাখা ও কুতুবদিয়া উপজেলাকে বর্ধিত সভা আয়োজনের নির্দেশ প্রদান করা হয়।
‘কক্সবাজারে বাস্তবায়নরত মেগা প্রকল্পে স্থানীয় শ্রমিকদের অগ্রাধিকার দিতে হবে’
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।