হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
টেকনাফে ৩০ হাজার মিটার নিষিদ্ধ ঘোষিত অবৈধ কারেন্ট জাল জব্দ করে প্রকাশ্যে ধ্বংস করা হয়েছে। যার মুল্য ৯ লক্ষ টাকা।

জানা যায়, ২১ জানুয়ারী বিকালে বাহারছড়া শামলাপুর মাছ ঘাট সংলগ্ন উপকূলে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল নির্মূল বাস্তবায়নে সম্মিলিত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন এবং বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী কন্টিনজেন্ট কমান্ডার শরিফুল ইসলামের নেতৃত্বে কোস্টগার্ড ও আনসার-ভিডিপির সহায়তায় অভিযান পরিচালনা করে ৯ লক্ষ টাকা মুল্যমানের ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে প্রকাশ্যে ধ্বংস করা হয়।