মিছবাহ উদ্দিন, ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁওতে রিক্রুটিং এজেন্সি তথা মাল্টিস্টেক হোল্ডার ও জিএমসি সদস্যদের নিয়ে এডভোকেসি সভা করেছে বেসরকারী সমাজ উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোস্যাল এ্যাকশন (ইপসা)। শনিবার (২০ জানুয়ারী) সকাল সাড়ে দশটার দিকে ঈদগাওস্থ ইউনিটি অফিসে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জানানো হয়-শ্রম অভিভাসনের প্রক্রিয়াটি জনগণের মাঝে সঠিকভাবে পৌঁছাতে মাঠ পর্যায়ে কাজ করছে সংস্থাটি। অভিভাসনের সাথে জড়িত এলাকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি, সমাজ প্রতিনিধিদের মধ্যে সমন্বয় সাধন করতে বিভিন্ন এডভোকেসি কার্যক্রম ও লিংকেজ বৃদ্ধিই তাদের কাজ। ইপসা প্রান্তিক জনগোষ্ঠির আইন ও অধিকার সংরক্ষণ, দরিদ্র দূরীকরণ, প্রাথমিক স্বাস্থ্যসেবা, সুবিধা বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করছে ইপসা।
জিএমসি সদস্য মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে সঞ্চালনা করেন ইপসার এসোসিয়েট লার্ণিং এন্ড রিসার্জ অফিসার মোঃ আবু তাহের। এ সভায় মতামত ব্যক্ত করেন জিএমসি সদস্য সাংবাদিক শেফাইল উদ্দিন, সাংবাদিক মিছবাহ উদ্দিন, ফরিদুল ইসলাম (প্রকাশ দুবাই ফরিদ) ও নুরুল হুদা। তাছাড়াও রিক্রুরেটিং এজেন্সি প্রতিনিধি হিসাবে মতামত ব্যক্ত করেন আব্দুল মালেক, নুরুল আমিন, আলা উদ্দিন, জামসেদ। উপস্থিত ছিলেন রবিউল আলম রবি, তসলিমা আকতার, সুফিয়া আক্তার সুন্নি, কেফায়েত উল্লাহ, আবসার উদ্দিন রিপন প্রমূখ।