হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :
ঔষধ মনে করে ভুলে বিষ পান করে আব্দুর রব (১২) নামে এক শিশু কক্সবাজার সদর হাসপাতালে মারা গেছে বলে খবর পাওয়া গেছে। টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার বিকালে ঝিনাপাড়া এলাকায় এঘটনা ঘটে। নিহত আব্দুর রব একই এলাকার ছলিম উল্লাহর ছেলে।
নিহত আব্দুর রবের পিতা ছলিম উল্লাহ বলেন ‘আমার ছেলে কিছুদিন অসুস্থ ছিল। শুক্রবার দুপুরে নিজের ঔষধ খেতে গিয়ে ভুলে বিষ পান করে। তারপর তাকে প্রথমে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন’।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর হাসপাতাল পুলিশ বক্সে’র ইনচার্জ প্রকাশ দাশ জানান, বিকেল পাঁচটার দিকে বিষ পানের এক শিশুকে আনা হয়। সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।