হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :

টেকনাফের কেরুনতলী খাল এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী বিপুল পরিমাণ বিদেশী মাদক জব্দ করেছে। তবে এ অভিযানে মাদক চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। বিয়ার পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী চট্রগ্রাম পূর্ব জোনের গণসংযোগ কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন সৈয়দ সাজ্জাদুর রহমান জানান ‘বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী পূর্ব জোনের অধীনে সিজি স্টেশান টেকনাফ ১৯ জানুয়ারি রাত ১১টায় টেকনাফ থানাধীন কেরুনতলি খাল এলাকায় অভিযান পরিচালনা করে পরিতাক্ত অবস্থায় ১৬২ ক্যান আন্দামান বিয়ার, ৫৪ ক্যান সিংহা বিয়ার এবং ১০ বোতল গ্রান্ড রয়েল হুইস্কি জব্দ করে। জব্দকৃত বিয়ারের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ২৩ হাজার টাকা। জব্দকৃত বিয়ার পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে’। ##