ছালাম কাকলি: আধুনিক বিশ্বে দেশকে উন্নত মানের দেশ হিসেবে গড়তে প্রধানমন্ত্রী শেখ হাছিনা শিক্ষাকে বেশি বেশি করে গুরুত্ব দিয়ে যাচ্ছেন। দেশের প্রতিটি ঘরের সদস্যদের সু-শিক্ষায় শিক্ষিত গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাছিনা ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। এমনকি ছোট্রমনিদের স্কুল মুখী করার জন্য বিস্কুটের প্রকল্প, উপবৃত্তি প্রকল্প, প্রত্যেক শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ফ্রি বই বিতরণ এবং এস এস সি পাশ করার পর মধ্যখান থেকে অর্থের অভাবে মেধাবী শিক্ষার্থীরা যাতে ঝরে না পড়ার ব্যবস্থা হিসেবে ব্যাংকের মাধ্যমে ঋণের ব্যবস্থাসহ বিভিন্ন সুবিধা দিয়ে যাচ্ছেন। তাই বাংলাদেশে প্রতি বছর শিক্ষা হার ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। বাংলাদেশ কয়েক বছরের মধ্যে শত ভাগ শিক্ষিত হবে বলে আশা করেন প্রধান মন্ত্রী শেখ হাছিনা। এ দেশকে উন্নত বিশ্বে স্থান করার ইচ্ছা নিয়ে আপনারা প্রধানমন্ত্রী শেখ হাছিনার হাতকে শক্তিশালী করে গড়ে তুলন। মাতারবাড়ী নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্ভোধন ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের সদস্য ও মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার রুহুল আমিন বিএ.বিএড এ কথা বলেন।
কামাল হোছাইন সিকদারের সভাপতিত্বে ২০ জানুয়ারী মাতারবাড়ী নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের চাবি হস্তান্তর অনুষ্ঠানের শুরুতে কোনআন তেলোয়াত করেন-ঐ স্কুলের ছাত্র ফরহাদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-দাতা বজল করিম, হাজী আলতাফ হোছাইন, ডা: দিদারুল ইসলাম, মাও: আখতার হোছাইন, এস.এম.সির সদস্য আয়েশা ছিদ্দিকা ও হাসনু বাহার। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন-প্রধান শিক্ষক মুবিনুল ইসলাম। অনুষ্ঠানটি সুন্দর ভাবে সম্পন্ন করার দায়িত্ব ছিলেন ঐ স্কুলের শিক্ষক নুরুল ইসলাম, অহিদুল কাদের ও মুনিরুল ইসলাম। উল্লেখ্য নতুন ভবনটি পিইডিপি অর্থায়নে প্রায় ৪০ লাখ টাকার ব্যয়ে নির্মাণ করা হয়।