ছালাম কাকলি: মহেশখালী উপজেলার ভৌগলিক মানচিত্র থেকে আলাদা দ্বীপ মাতারবাড়ী বিভিন্ন সড়কের পাশে চলছে ড্রেইন নির্মাণের কাজ। মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ উল্লাহ আশা করেন, আগামী কয়েক বছরের মধ্যে মাতারবাড়ীর বিভিন্ন প্রধান সড়ক, শাখা ও উপ-শাখাসহ নির্মাণাধীন ড্রেইন দৃশ্যমান হবে।
মাতারবাড়ী ইউনিয়নের দু’প্রান্তে দুইটি কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্পে বিভিন্ন অবকাঠামো নির্মাণের কাজ চলছে। মাতারবাড়ীর দক্ষিণাংশে ১৪১৪ একর জায়গা অধিগ্রহণ করার পর গত ৩ বছর ধরে সেখানে চলছে বিভিন্ন অবকাঠামো নির্মাণের কাজ। বর্তমানে চলতি বছরেও মাতারবাড়ী উত্তরাংশে অধিগ্রহণ করা ১২শত একর জায়গায় ও বিভিন্ন কার্যক্রম শুরু করা হয়েছে। তবে কয়লা বিদ্যুৎ প্রকল্পের কর্তৃপক্ষ পানি নিস্কাশনের জন্য সুইচ গেইট নির্মাণ না করে ঐ বেঁড়াবাঁধে থাকা সুইচ গেইট ও খাল বন্ধ করে দেয়ায় গত ৩ বছর ধরে বর্ষা মৌসুমে পুরো মাতারবাড়ী পানিতে ডুবে থাকায় এখানকার অতুলনীয় ক্ষতি হয়েছে। এছাড়া চলতি বছরের শুরুতে উত্তরাংশেও সুইচ গেইট বন্ধ করে দিয়ে বাঁধ নির্মাণ করাই আগামী বর্ষা মৌসুমেও ঐখানের পানি নিস্কাশন না হওয়ার আশংখা করেছেন স্থানীয় প্রবীণ আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আলহাজ্ব বশির আহমদ এবং আওয়ামীলীগ নেতা কাউছার সিকদার। এ ইউনিয়নের পানি দ্রুত নিস্কাশনের জন্য মাষ্টার মোহাম্মদ উল্লাহ প্রচেষ্ঠায় পুরো মাতারবাড়ীর বিভিন্ন সড়কের কাছে চলছে ড্রেইন নির্মাণের কাজ। সরজমিনে এ নির্মাণের কাজ পরিদর্শন করতে গিয়ে দেখা যায় বাংলা বাজার টু সাইটপাড়া সড়কে পানি নিস্কাশনের তেমন ড্রেইন না থাকায় ঐ এলাকার বাড়ী ঘরে ব্যবহৃত বর্জ্য পানি সড়কের উপর উপচিয়ে পড়ায় জনসাধারণ চলাচলের হতে হচ্ছে অবর্নীয় দূর্ভোগ। এ এলাকার মানুষের দূর্ভোগ দূরহ করতে গত ২ বছর ধরে কয়েক দফায় পানি নিস্কাশনের চলছে ড্রেইন নির্মাণের কাজ। সম্প্রতি ঐ এলাকায় ড্রেইন নির্মাণের কাজ শুরু হলে এলাকাবাসী সতজ পূর্তভাবে তাদের স্ব-স্ব বাড়ীঘরের বাউন্ডারী ওয়াল ভেঙ্গে ফেলে ড্রেইন নির্মাণের সুযোগ করে দিয়েছে। ফলে ঐ এলাকার ইউপি সদস্য শাহাদত হোছাইন নাছির রাত দিন ঐ এলাকায় ড্রেইন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। অপরদিকে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সরওয়ার আলম হংসমিয়াজিরপাড়া টু মগডেইল বাজার সড়কের বিভিন্ন ভগ্নাংশে মেরামতের কাজ শুরু করেছে। এ ছাড়া ঐ এলাকায় পুকুরের পাশে দৃশ্যমান একটি গাইড ওয়াল নির্মাণ করায় এলাকার মানুষের মাঝে নেমে এসেছে স্বস্থি। অন্যদিকে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হামেদ হোছাইন খোকা উম্মেহানী বালিকা মাদরাসা সড়কের দু’পাশে গাইডওয়াল নির্মাণ, সাইরারডেইলস্থ শান্তিবাজারে লাগাওয়া জনসাধারণের ব্যবহারের জন্য একটি পাবলিক টয়লেট নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়া শান্তি বাজার টু সাইক্লোন সেন্টার সড়কটিতে মাটি দিয়ে কাজ করায় ঐ এলাকার জনসাধারণের মাঝে চলছে সাজ্ সাজ্ রব। একই ভাবে বলিরপাড়া টু মরহুম ওয়াজ উদ্দিন সড়কে চলছে গাইডওয়াল নির্মাণের কাজ। এ কাজটি পুরোদমে চালিয়ে যাচ্ছে ঐ এলাকার ইউপি নুরুল আবছার শিমুল। অপরদিকে ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদুল ইসলামের তত্বাধাবনে পূর্ব মনহাজিরপাড়ায় ড্রেইন নির্মাণের কাজ। এতে ঐ এলাকার লোকজনের মাঝে দেখা দিয়েছে স্বস্থি। অপরদিকে ১নং ওয়ার্ডের বৃহত্তম সিকদারপাড়ার বাড়ীঘরের বর্জ্য পানি এবং বর্ষা পানি নিস্কাশন হতে না পারায় ঐ এলাকা বর্ষা ও শুষ্ক মৌসুমে কাঁদা মাটিতে ভরপুর থাকে। ফলে ঐ ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রউফ এর তত্বাধাবনে পুরোদমে ড্রেইন নির্মাণের কাজ। তা বর্তমানে শেষ পর্যায়ে। অপরদিকে আলতাফ হোছাইন মার্কেট থেকে বশির ফকির পাড়া হয়ে পূর্ব দিকে ওয়াপদাপাড়া সড়কের বশির ফকির ঘর সংলগ্ন এলাকায় ড্রেইন নির্মাণের কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছে প্যানেল চেয়ারম্যান ও কৃতিফুটবলার মুজিবুর রহমান বিএ। সাফ (মুর্দা) কথা পুরো মাতারবাড়ীতে চলছে দৃশ্যমান ড্রেইন নির্মাণের কাজ।
মাতারবাড়ী বিভিন্ন অলি-গলিতে চলছে ড্রেইন নির্মাণের কাজ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।