সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর হকি দল ৪৭ তম চট্টগ্রাম উপাঞ্চলিক স্কুল ও মাদ্রাসা ক্রীড়া (শীতকালীন) প্রতিযোগিতায় গতকাল চট্টগ্রাম জেলাকে হারিয়ে উপাঞ্চলীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অত্র একাডেমীর হকি দল ৪-০ গোলে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজকে পরাজিত করে এ গৌরব অর্জন করে। উক্ত খেলায় একাডেমীর ছাত্র শাহিনুল ইসলাম ২টি, তৌকিউল হাসান ১টি এবং জিল্লুর রহমান ১টি করে গোল করে। অত্র একাডেমীর হকি দলের খেলোয়াড় শাহিনুল ইসলামকে উপাঞ্চলে ম্যাচ সেরা খেলোয়াড় হিসাবে পুরষ্কৃত করা হয়। গত ১৭ জানুয়ারী-২০১৮ সেমিফাইনালে ফেনী জেলাকে হারিয়ে অত্র একাডেমীর হকি দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। একাডেমীর হকি দলের ম্যানেজারের দায়িত্বে আছেন একাডেমীর ক্রীড়া শিক্ষক আবুল কাশেম।
উল্লেখ্য যে, ইতোপূর্বে ২০১৭ সালে একাডেমীর হকি দল জাতীয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করে এবং গত ডিসেম্বর-২০১৭ একাডেমীর হকি দল ভারতের কলকাতায় সুলতান আহমদ মেমোরিয়াল অল ইন্ডিয়া স্কুল হকি চ্যাম্পিয়নশিপ-২০১৭ এ অংশ গ্রহণ করে দ্বিতীয় রানার আপ হওয়ার অর্জন করে।