হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :
৬০ লক্ষ টাকা মূলমানের ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ১জন পাচারকারীকে আটক করেছে উঞ্চিপ্রাং বিওপি ক্যাম্পের বিজিবি। আটক ইয়াবা পাচারকারী হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল মৃত আব্দুর রহমানের পুত্র মোঃ জাফর আলম (৩০)। নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধে ধৃত আসামীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করতঃ জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ তাকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
টেকনাফ-২ বিজিবি’র পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল এসএম আরিফুল ইসলাম ১৯ জানুয়ারী দুপুরে জানান ‘১৮ জানুয়ারি রাতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ উনচিপ্রাং বিওপির নায়েব সুবেদার মোঃ শাহ আলমের নেতৃত্বে একটি টহল দল উনচিপ্রাং খালের মুখ এলাকায় নিয়মিত টহলে গমন করে। বর্ণিত স্থানে গমনের পর টহল দল মায়ানমার হতে একটি হস্তচালিত নৌকা বাংলাদেশের দিকে আসতে দেখে আরও কাছে আসার জন্য অপেক্ষারত থাকে। কিছুক্ষণ পর আনুমানিক ২০০০ ঘটিকায় নৌকাটি খালেরমুখ বরাবর নাফ নদীর কিনারায় পৌঁছলে ১ জন ব্যক্তি একটি ব্যাগ হাতে নৌকা থেকে নদীর পাড়ে নামার সাথে সাথে টহল দল তাকে চ্যালেঞ্জ করে। এমতাবস্থায় ইয়াবা পাচারকারী দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল অক্লান্ত পরিশ্রম করে তাকে আটক করতে সক্ষম হয়। নৌকায় আরোহিত অপর দুইজন নৌকাটি ইউটার্ণ করে অতিদ্রুত শুন্য রেখা অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে টহল দল আটককৃত আসামীর সাথে থাকা ব্যাগটি তল্লাশী করে ৬০ লক্ষ টাকা মূলমানের ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। ইয়াবাসহ আটক পাচারকারী হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল মৃত আব্দুর রহমানের পুত্র মোঃ জাফর আলম (৩০)। নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধে ধৃত আসামীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করতঃ জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ তাকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে’।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।