মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :

বাংলাদেশ আওয়ামী লীগের লামা পৌর শহর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা পরিষদ গেস্ট হাউজ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আওয়ামীলীগ নেতা মোহাম্মদ রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ.কে.এম জাহাঙ্গীর। এতে বান্দরবান জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আবু মুছা, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মাহাবুবুর রহমান, সাবেক সভাপতি মো. আবু তাহের মিয়া, সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা, যুগ্ন-সাধারণ সম্পাদক মোস্তফা জামাল ও বিজয় আইচ, সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম ও ছাচিংপ্রু মার্মা, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক ফাতেমা পারুল প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। সম্মেলনের উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইসমাইল। সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপির সু-নেতৃত্বে লামা তথা গোটা বান্দরবান জেলার মানুষ সুখে শান্তিতে বসবাস করছেন। কিন্তু একটি মহল এতে ইস্বান্বিত হয়ে শান্তি শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করছে। এ সময় বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের আমলে বীর বাহাদুরের আন্তরিক প্রচেষ্টায় বান্দরবানে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে। বর্তমানেও কোটি কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। যা অতীতে কখনো হয়নি। তাই এ উন্নয়ন কাজ অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুণরায় ভোট প্রদান করে বীর বাহাদুরকে এমপি নির্বাচিত করতে হবে।