ক্রীড়া প্রতিবেদক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনূর্ধ-১৬ ক্রিকেট প্রতিযোগিতায় সুনামগঞ্জকে ৭ উইকেটে হারিয়েছে কক্সবাজার জেলা ক্রিকেট দল। গতকাল চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় এই জয় পায়। কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সদস্য আলী রেজা তসলিম জানান চাঁদপুর জেলা স্টেডিয়ামে ১৮ জানুযারী অনুষ্ঠিত খেলায় টসে জিতে কক্সবাজার বল করার সিদ্ধান্ত নেয় এতে সুনামগঞ্জকে ২৯ ওভার ৪ বলে ৭২ রান করে অলআউট করে। পরে ৭৩ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে মাত্র ১১.২ ওভার ২ বলে ৭৩ রান করে জয়ের লক্ষে পৌছে যায় এতে ৭ উইকেটে জয় লাভকরে কক্সবাজার। খেলায় কক্সবাজারের পক্ষেআমিন-৩ আসিফ-২ উইকেট লাভ করে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।