যমুনা টিভি : এখন নিরপেক্ষ নির্বাচন হল ৮০ ভাগ মানুষই বিএনপিকে ভোট দিবে- এমন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি করেন মির্জা ফখরুল।
তিনি অভিযোগ করেন, বিএনপির জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার গণতন্ত্রকে বন্দি করেছে। গণতন্ত্রের স্বার্থে সরকারকে নিরপেক্ষ নির্বাচন দেয়ার দাবি করেন মির্জা ফখরুল।
সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বিএনপি আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ ইতিহাসের সত্যকে স্বীকার করতে নারাজ। সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় এসেছিলেন এবং বহুদলীয় গণতন্ত্র চালু করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।