সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সৌদিআরব কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল খালেক নিজামী বলেছেন, ইসলামী ছাত্রসমাজ গতানুগতিক ধারার কোন সংগঠন নয়। এটি আদর্শ মানুষ গড়ার স্বতন্ত্র পাঠশালা। এ সংগঠন চায় তরুণদের ইসলামের প্রকৃত প্রতিভু হিসেবে পেশ করতে; যারা সৎ কর্মশীলতা, ইসলামী জ্ঞান-প্রজ্ঞা ও তাকওয়ার দিক দিয়ে হবে সবচাইতে অগ্রসর।
তিনি কক্সবাজার জেলা ইসলামী ছাত্রসমাজ আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
১৮ জানুয়ারী বিকাল ৩ টায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন, কেন্দ্রীয় সহ-সভাপতি ও কক্সবাজার জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।
এ প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রসমাজের প্রাক্তন কেন্দ্রীয় সংগঠন সচিব মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, জেলা নেজামে ইসলাম পার্টির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, জেলা ইসলামী ছাত্রসমাজের সাবেক সভাপতি মাওলানা নুরুল হক চকোরী, হাফেজ মুহাম্মদ সালেম, সাবেক সাহিত্য সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাইফী।
জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি মুহাম্মদ ইউছুফ মক্কী, জেলা সাংগঠনিক সম্পাদক ও রামু উপজেলা সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, জেলা প্রচার সম্পাদক মুহাম্মদ আব্দুল করিম, চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ হোছাইন, কক্সবাজার শহর আহবায়ক সাইফুর রহমান মেহেদী, সদর উপজেলা প্রতিনিধি মুহাম্মদ আব্দুর রাজ্জাক , কুতুবদিয়া উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসমাঈল, রামু উপজেলা অর্থ সম্পাদক মুহাম্মদ অলিউল্লাহ, মহেশখালী উপজেলা দফতর সম্পাদক মুহাম্মদ তারেক বিন খলীল,রামু ছাত্রনেতা মুহাম্মদ আব্দুল মজিদ, মুহাম্মদ শহীদুল্লাহ, মুহাম্মদ নুরুল আলম, মুহাম্মদ আব্দুল্লাহ, মুহাম্মদ সিরাজুল ইসলাম, মুহাম্মদ দেলোয়ার হোছাইন, মুহাম্মদ এনামুল হক, মুহাম্মদ শাহ আলম, মুহাম্মদ ইরফান উল্লাহ প্রমুখ।
সভায় আগামীতে অনুষ্ঠিতব্য কক্সবাজার জেলা কর্মী সম্মেলন উপলক্ষে বিভিন্ন সিদ্ধান্ত হয়।
নেতা-কর্মীদেরকে তাকওয়ার দৃষ্টান্ত স্থাপন করতে হবে -আব্দুল খালেক নিজামী
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে