প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার জেলা ছাত্র ইউনিয়ন এর সাবেক নেতা ও শহরের বাহারছড়ার বাসিন্দা দেলোয়ার হোসেন জয় গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় নিজ বাস ভবনে শারীরিক অসুস্থতা জনিত কারণে অকাল মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্যা গুনগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে যান। দেলোয়ার হোসেন জয় এর অকাল মৃত্যুতে শোকাহত হয়ে পড়ে তার ঘনিষ্ট সতীর্থরা। এক যুক্ত বিবৃতিতে শোকাহত সাবেক ছাত্র নেতারা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। প্রগতিশীল আন্দোলনের এ সহযোদ্ধার মৃুত্যতে শোকাহত বিবৃতিদাতারা হলেন কক্সবাজার জেলা ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দরা যথাক্রমে- অনিল দত্ত, করিম উল্লাহ কলিম, রিপন বড়–য়া অর্ণব, কল্লোল দে চৌধুরী, গিয়াস উদ্দিন মুকুল, শংকর বড়–য়া রুমি, ইলিয়াছ মোহাম্মদ বেঙ্গল, রিদুয়ান আলী, ফাতেমা আক্তার মার্টিন, আলমগীর হাসান, মংথেহ্লা রাখাইন, শহীদ উল্লাহ শহীদ।