সংবাদদাতা:
রিক্রুটিং এজেন্সি ও স্থানীয় চেয়ারম্যানদের নিয়ে এডভোকেসি সভা করেছে বেসরকারী সমাজ উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোস্যাল এ্যাকশন (ইপসা)। বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) দুপুরে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জানানো হয়-শ্রম অভিভাসনের প্রক্রিয়াটি জনগণের মাঝে সঠিকভাবে পৌঁছাতে মাঠ পর্যায়ে তারা কাজ করছে। অভিভাসনের সাথে জড়িত এলাকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি, সমাজ প্রতিনিধিদের মধ্যে সমন্বয় সাধন করতে বিভিন্ন এডভোকেসি কার্যক্রম ও লিংকেজ বৃদ্ধি তাদের কাজ। ইপসা প্রান্তিক জনগোষ্ঠির আইন ও অধিকার সংরক্ষণ, দরিদ্র দূরীকরণ, প্রাথমিক স্বাস্থ্যসেবা, সুবিধা বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করছে।
সভায় আলোচনায় অংশ নেন- ঝিলংজা ইউপি চেয়ারম্যান টিপু সোলতান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরওয়ার আলম চৌধুরী, ইউপি সদস্য ফজলুল করিম, খালেদা মেহবুবা আক্তার, সাজেদা বেগম, বুলবুল আক্তার, সাংবাদিক ইমাম খাইর, আরফাতুল মজিদ। ইপসার এসোসিয়েট রিসার্স এন্ড লার্ণিং অফিসার মু. আবু তাহের এর সভাপতিত্বে এতে কর্মকর্তা তরুণ বড়–য়া, বেসরকারী সমাজ উন্নয়ন সংস্থা-বাস্তব এর প্রতিনিধি পুষ্পক বড়–য়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ইপসার এডভোকেসি সভা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।