আবদুর রাজ্জাক:
কক্সবাজার জেলা কারাগারে লামং রাখাইন (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোরে তিনি কারাগারে মারা যায়। মৃত লামং রাখাইন কক্সবাজার শহরের পশ্চিম মাছ বাজার এলাকার মৃত মংলা সিংয়ের ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় গত বুধবার (১০ জানুয়ারি) তাকে পুলিশ গ্রেফতার করে। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালতের বিজ্ঞ বিচারক তার জামিন না মন্জুর করে তাকে কারাগারে পাঠায়।
কক্সবাজারের জেল সুপার বজলুর রশিদ আকন্দ জানান, হাজতি লামং রাখাইন একজন মাদকসেবী ছিলেন। কারাগারে বন্দি থাকাবস্থায় মাদক সেবন করতে না পেরে তিনি মানসিক ভারসাম্য হারান। এর ফলে ভোরে কারাগারের ভেতর তিনি মারা যান বলে ধারণা করা হচ্ছে।
কক্সবাজার সদর মড়েল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিৎ কুমার বড়ুয়া বলেন, লামং রাখাইনের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।