নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের শহীদ পরিবারের সদস্যকে সম্মাননা স্বারক দিলেন পরিকল্পিত কক্সবাজার আন্দোলন। ১৮ জানুয়ারী দুপুর ১২ টায় অনুষ্ঠানিকভাবে কক্সবাজার প্রেস ক্লাবে এই সম্মাননা স্বারক প্রদান করা হয়। সম্মাননা পাওয়া আলমাছ খাতুন কক্সবাজার নতুন বাহারছড়া এলাকার বাসিন্দা মহান মুক্তিযুদ্ধে শহীদ কবির আহাম্মদের স্ত্রী। এই শহীদ পরিবারটি দীর্ঘদিন অবহেলিত ছিল, কেউ খবর নেয়নি। সম্প্রতি তার খোঁজখরব নিয়ে মিডিয়ায় রির্পোট প্রকাশ হলে আলোচনায় আসে দেশ জুড়ে। পরে সংশ্লিষ্টরা তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
সম্মাননা স্বারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত)মোঃ মাহিদুর রহমান, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন প্রিন্স, ট্রাফিক বিভাগের এসপি বাবুল চন্দ্র বণিক, সাবেক মুক্তিযোদ্ধা কমন্ডার মোহাম্মদ আলী,কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম, আওয়ামীলীগ নেতা এডভোকেট ফরিদুল আলম, সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাত, সাধারন সম্পাদক অধ্যাপক মইনুল হাসান পলাশ,সাংবাদিক শামসুল হক সারেক, কক্সবাজার সোসাটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন, সাংবাদিক রাসেল চৌধুরী, খেলাঘর সাধারণ সম্পাদক, কলিম উল্লাহ কলিম, জাতীয় পার্টির নেতা নাজিম উদ্দন নাজিম নাজিম, পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের সমন্বয়ক আব্দুল আলীম নোবেল, পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের উন্নয়ন ও মানবাধিকার সমন্বয়ক ও কক্সবাজার সদর উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী, আইন বিষয়ক সমন্বয়ক রাসিব আহাম্মদ রাসিব, যোগাযোগ বিষয়ক সমন্বয়ক সিয়াম মাহমুদ সোহেল, এসোসিয়েট মেম্বার মোঃ আবছার, সাংবাদিক সওয়ার আজম মানিক, সাংবাদিক আমানুল হক বাবুল, সাংবাদিক সাঈদ আলমগীর, মোরশেদুর রহমান খোকন, সাংবাদিক জসিম উদ্দিন, সাংবাদিক ওয়াহিদুর রহমান রুবেল, সাংবাদিক আমীর মোহাম্ম রাশেদ, জাবেদ আবেদীন শাহীন, সাংবাদিক শ ম ইকবাল বাহার চৌধুরী, কক্সবাজার একাত্তর পত্রিকার প্রকাশ বেলাল উদ্দিন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মোঃ শফিক, সংবাদিক রফিকুল ইসলাম সোহেল ও দিদারুল আলম প্রমুখ।