এম আবুহেনা সাগর ,ঈদগাঁও :
উগ্রবাদ,সহিংসতামুক্ত শিক্ষা প্রতিষ্টান ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষে জেলা সদরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাঙ্গন ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় ১৮ জানুয়ারী দুপুরের দিকে অত্র মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা হেফাজত উল্লাহের সভাপতিত্বে বিপিএড শিক্ষক আবদুস সালামের পরিচালনায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন,ককসবাজার সদর উপজেলার নির্বাহী অফিসার মো: নোমান হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ককসবাজার সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সেলিম উদ্দিন, ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ছৈয়দ আলম, মাদ্রাসার গর্ভনিং বডির সদস্য ও বীর মুক্তিযোদ্বা মাষ্টার নুরুল আজিম,কোডেকের তরুন আলো প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: হেলাল উদ্দিন, মাদ্রাসার উপাধ্যক্ষ মৌলানা নুরুল আবছার কাদেরী, অভিভাবকদের পক্ষ থেকে হাফেজ মৌলানা খুরশেদ আলম, ব্যবসায়ী ছব্বির আহমদ। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, মাদ্রাসার শিক্ষক মৌলানা নুরুল আলম, আবদু সালাম,আলী আহমদ,হাবিব উল্লাহ,আহমদ সাইদ,নাজমুল হোসেন,আবদুল হাকিম,মোহাম্মদ ইদ্রিস,আবু ববক্কর,শরীফ আহমদ,নুরুল ইসলাম,ছলিমুর রহমান ফয়েজী,আনচারুল করিম, ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর,কোডেকের তরুন আলো প্রকল্পের ফিল্ড অফিসার মোকাম্মেল হোসেন । অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। এ সরকার শিক্ষার জন্য কোটি কোটি টাকা খরছ করছে। যথা সময়ে স্ব স্ব শিক্ষা প্রতিষ্টানে পাঠ্য বই পৌছে দিচ্ছে। সবশেষে মাদ্রাসায় বিভিন্ন ইভেন্টে উক্তীর্ন শিক্ষার্থীদেরকে পুরুষ্কার বিতরন করা হয়।