মো. নুরুল করিম আরমান, লামা:
বান্দরবানের আলীকদম উপজেলায় অবৈধভাবে পাচারের সময় বালু ভর্তি একটি ট্রাক আটকের পর ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান এ জরিমানার আদেশ দেন। বুধবার দুপুরে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ভরাখাল থেকে বালু ভর্তি ট্রাকটি হাতেনাতে আটক করা হয়। কিছুদিন ধরে সরকারি উন্নয়ন কাজে ব্যবহারের অজুহাতে একশ্রেণির বালি ব্যবসায়ী নদী, খাল ও কৃষি জমির টপসয়েল খুঁড়ে অবৈধ বালু ব্যবসা করে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্র জানায়, আলীকদম উপজেলার বিভিন্ন স্থানের ছড়া, ঝিরি ও মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নায়িরুজ্জামান বুধবার দুপুরে অভিযান পরিচালনা করেন। এ সময় নয়াপাড়া ইউনিয়নের ভরাখাল থেকে উত্তোলন করে পাচারের বালু ভর্তি একটি ট্রাকসহ চালককে আটক করা হয়। পরে ২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৪ ধারা মতে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এ অভিযোগে ট্রাকের চালক মো. পারভেজ (২১) এর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে অভিযোগ আনা হয়। অভিযুক্ত ড্রাইভার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মো. আকতারের ছেলে। আলীকদম থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আজমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।