সিবিএন :
কক্সবাজার সিটি কলেজে বার্ষিক পবিত্র ঈদে মিলাদুন্নবী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ১৭ জানুয়ারী কলেজ মিলনায়তনে উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উদ্বোধনী বক্তব্য রাখেন অধ্যক্ষ ক্য থিং অং ।
অধ্যাপক আনোয়ার জাহেদের সঞ্চালনায় মাহফিলে প্রধান ওয়ায়েজিন ছিলেন দক্ষিণ রুমালিয়ার ছড়া জামে মসজিদের খতিব মৌলানা ইসমাইল আনসারী । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গভণিং বডির দাতা সদস্য এডভোকেট ফরিদুল আলম, অধ্যাপক নুরুল আজিম , অধ্যাপক আরিফুল ইসলাম, অধ্যাপক শহিদুল ইসলাম,অধ্যাপক নুরুল আবছার চৌধুরী । সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অধ্যাপক শাহনুর আকতার ।
বক্তারা বলেন , মহানবী (স:) এর আগমন বিশ্বের শান্তি দূত হিসেবে। তাঁর ধর্মীয় , রাজনৈতিক , অর্থনৈতিক , সামাজিক ও সাংস্কৃতিক সংস্কার কর্মকান্ড যুগে যুগে বিশ্ব মানবতার অগ্রদূত হিসেবে চিহ্নিত হয়ে আছেন। ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে নয় , ধর্মের সঠিক পথে চলতে সাহায্য করার জন্য ইসলামকে আরো গভীরভাবে শেখার আহবান জানান সকল শিক্ষার্থীদের।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।