ইমরান হোসাইন, পেকুয়া :
পেকুয়া উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য হতে যাচ্ছেন বুলবুল জান্নাত ও রোজিনা আক্তার। নির্বাচন কমিশন কর্তৃক এ আসনের উপ নির্বাচনে জন্য ঘোষিত তফসিলে প্রতিদন্ধী প্রার্থী না থাকায় বিনা প্রতিদন্ধীতায় তারা সদস্য পদে জয়লাভ করতে যাচ্ছেন।
পেকুয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য উপ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়। প্রার্থীতা আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল গত মঙ্গলবার (১৬জানুয়ারি) পর্যন্ত। কিন্তু এসময় পর্যন্ত দুই আসনের জন্য মাত্র দুজন প্রার্থী আবেদন জমা করেন। তারা হলেন, পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য বুলবুল জান্নাত ও টইটং ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য রোজিনা আক্তার।
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নির অফিসার মোজ্জামেল হক বলেন, বুধবার (১৭জানুয়ারি) আবেদন যাচাই বাচাইর নির্ধারিত দিন ছিল। এতে দুই প্রার্থীর আবেদন বৈধ বলে বিবেচিত হয়েছে। তারা উভয় যদি আগামী ২৪জানুয়ারির মধ্যে মনোনয়ন প্রত্যাহার না করেন, তবে তারা বিনা প্রতিদন্ধীতায় পেকুয়া উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য পদে জয়লাভ করবেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।