সংবাদ বিজ্ঞপ্তি:
ঢাকা ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্রী ও বিএনসিসি ক্যাডেট সুদীপ্তা চৌধুরী ইমুর হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবীতে বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) বিকাল ৩ টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হবে।
সুদীপ্তার শিক্ষাপ্রতিষ্ঠান ক্যামব্রিয়ান কলেজ ও ঢাকা বিএনসিসি প্রতিবাদ কর্মসুচির আয়োজন করেছে। আয়োজকরা ইতোমধ্যে ঢাকা থেকে কক্সবাজার এসে পৌঁছেছে।
কর্মসুচিতে সুদীপ্তার বন্ধু-বান্ধবী, সুধীসমাজকে উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
গত বছরের ২৬ ডিসেম্বর কক্সবাজার মেরিন ড্রাইভ সংলগ্ন মারমেইড বীচ রিসোর্ট এলাকায় সুদীপ্তা চৌধুরী নিহত হয়।
সে কক্সবাজার শহরের বড় বাজার এলাকার সনজীব চৌধুরী প্রকাশ ঝুলন চৌধুরীর মেয়ে।
খুনের ঘটনায় তার বাবা সনজীব চৌধুরী প্রকাশ ঝুলন চৌধুরী বাদী হয়ে ২৭ ডিসেম্বর রামু থানায় মামলা করেন। জি.আর মামলা নং-৪৩২/১৭। মামলায় একমাত্র আসামী করা হয়েছে কক্সবাজার শহরের গোলদীঘির পাড় এলাকার মৃত সনজিত কুমার এর ছেলে জেকি কুমার সুশীলকে। সে বর্তমানে জেলা কারাগারে রয়েছে।
আদালতের নির্দেশে জেকিকে দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে। রিমান্ডে আসামী অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) এস.এম মিজানুর রহমান।
ক্যামব্রিয়ানের ছাত্রী সুদীপ্তার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে বৃহস্পতিবার মানববন্ধন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।