নিউজ ডেস্ক:
আসন্ন ঘূর্ণিঝড় ও বর্ষা মৌসুমে বাংলাদেশে আশ্রয় নেয়া ৫ লাখ ২০ হাজারেরও বেশি রোহিঙ্গা শিশু মারাত্মক স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে ইউনিসেফ।

বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি এডোয়ার্ড বেইগবেদের এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ইতোমধ্যে সৃষ্ট ভয়ানক মানবিক পরিস্থিতি ঘূর্ণিঝড় ও মৌসুমী ঋতুতে আরও ভয়াবহ রূপ নিতে পারে। কয়েক লাখ শিশু ভয়ঙ্কর পরিবেশে বাস করছে। সামনে বন্যা, রোগ, ভূমিধস ও আবার স্থানচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে তারা।’

তিনি আরও বলেন, ‘অনিরাপদ খাবার পানি, অপর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা ও অপ্রতুল পরিচ্ছন্নতার কারণে কলেরা ও গর্ভবতী নারী ও তাদের সন্তানের জন্য মারাত্মক হেপাটাইটিস-ই’র প্রাদুর্ভাব দেখা দিতে পারে। এছাড়া বদ্ধপানির জলাশয়ে ম্যালেরিয়ার জীবাণুবাহী মশার বিস্তার ঘটতে পারে। শিশুদের এসব রোগ-বালাই থেকে রক্ষা করা সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।’

বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা ক্যাম্প ও আশ্রয়কেন্দ্রে ইতোমধ্যে চার হাজারের বেশি মানুষ ডিপথেরিয়ায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২৪ শিশুসহ ৩২ জনের মৃত্যু হয়েছে।

বিবৃতিতে বলা হয়, রোগের প্রাদুর্ভাবের আশঙ্কার পাশাপাশি আগামী বর্ষা ঋতুতে বন্যা ও ভূমিধসের ঝুঁকি অনেক বেড়ে যাবে, যা শিশুদের জীবনের জন্য সরাসরি ঝুঁকি। এমনকি মৌসুমের আগে সামান্য ঝড়ও সেখানে বিপর্যয় ডেকে আনতে পারে। মার্চে বৃষ্টির মৌসুম শুরু হওয়ার আগে তাই প্রস্তুতির জন্য খুব কম সময়ই পাওয়া যাবে। সূত্র : বাসস