আমিনুল কবির :
আগামী ১৮ জানুয়ারি বৃহস্পতিবার কক্সবাজার মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়ার প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে প্রথমবারের মত দিন ব্যাপী মহা পূর্ণমিলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। “এসো মিলি প্রানের টানে বন্ধুত্বের আহবানে” শ্লোগান নিয়ে এই উৎসবটি স্মৃতির পাতায় অম্লান করে রাখতে দেশের নানা প্রান্ত থেকে পুরনো বন্ধুদের খোঁজে পাওয়ার তীব্র বাসনায় ছুটে আসছে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীরা।
দিন ব্যাপী এই মিলন থাকছে,পরিচিতি জ্ঞাপন,শুভেচ্ছা বিনিময়,অতিথিবৃন্দ/শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দকে ক্রেস্ট প্রদান,বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ,দিক- নির্দেশনা মূলক বক্তব্য,মধ্যহ্নভোজ ও র্যাফেল ড্র
আয়োজকদের আন্তরিক প্রচেষ্টায় এই মিলন মেলাকে ঘিরে শিক্ষার্থীসহ এলাকার সর্বস্থরের বাসীন্দারা উচ্ছ্বসিত। শিক্ষার্থীরা এই দিনটির জন্য অধীর অপেক্ষার প্রহর গুণছে।
ইতিমধ্যে শিক্ষার্থীদের এই মিলন মেলা সফল করার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন ২০০৫ তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও ডুলাহাজারা ডিগ্রি কলেজের প্রভাষক বিকেএম নুরুল কাইছার।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।