শাহজালাল শাহেদ, চকরিয়া:

চকরিয়া উপজেলার সীমান্তবর্তী মহেশখালী চ্যানেলের গোরকঘাটা জেটিঘাটের উত্তরপাশে অভিযান চালিয়ে ২লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করেছে বদরখালী নৌ পুলিশ ফাঁড়ি। মঙ্গলবার ১৬জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন মহেশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাবেদুল হক ও বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. পায়েল হোসেন। দু’কর্মকর্তার নেতৃত্বে নৌ পুলিশের একটি দল সাগরে ঘণ্টাব্যাপি অভিযান চালিয়ে উদ্ধার করেন অন্তত ৪লাখ টাকা মূল্যের ব্যবহার নিষিদ্ধ ২লাখ মিটার কারেন্ট জাল।  এসময় কারেন্ট জাল ব্যবহারের সাথে জড়িত ৮মৎস্য শ্রমিককে আটক করে পুলিশ।