শাহেদ মিজান, সিবিএন:
চকরিয়া উপজেলা বদরখালী বাজারস্থ বদরখালী জামে মসজিদের পুকুর থেকে আবু ছৈয়দ (৪০) নামে এক ব্যক্তি বিবস্ত্র মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় মৃতদেহটি উদ্ধার করা হয়। তবে কি কারণে তা মৃত্যু হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। নিহত আবু ছৈয়দ পার্শবর্তী মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের মনহাজির পাড়ার আমির হামজার পুত্র।

বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর জানান, বদরখালী হেফজ খানার শিক্ষার্থীরা ভোর রাত তিনটার দিকে তাহাজ্জুদের নামার পড়ার জন্য ওজু করতে গেলে হেফজখানার সংলগ্ন জামে মসজিদের পুকুরে মৃতদেহটি দেখতে পায়। খবর পেয়ে সকাল ৯টার দিকে চেয়ারম্যান লোকজন নিয়ে মৃতদেহটি পুকুর তুলে আনেন। নিহত ব্যক্তির পোশাক থেকে তার জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। মূুলত জাতীয় পরিচয়পত্র থেকেই পরিচয় উদ্ধার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দীন চৌধুরী বলেন, ‘মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে স্ট্রোক বা মৃগী রোগের কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের  পর বিস্তারিত জানা যাবে। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।