রফিক মাহমুদ,উখিয়া
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বাহাদুর আলম চৌধুরী( ২২) যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হয়েছে। ১৫ জানুয়ারি দিবাগত রাত ৯টা ৪৫ মিনিটের সময় বালুখালী কাস্টমস এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।জানা গেছে বাহাদুর আলম চৌধুরী মোটর সাইকেল চালিয়ে কুতুপালং থেকে বালুখালী বাড়ি ফেরার পথে টেকনাফ থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী নাফ স্পেশাল সার্ভিসের যাত্রীবাহী একটি বাস তাকে মুখোমুখি সজোরে ধাক্কা দিয়ে দ্রুত বেগে পালিয়ে যায়।এতে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী বাহাদুর আলম মারা যান।নিহত বাহাদুর আলম বালুখালী পুর্ব পাড়ার মো:সিদ্দিকের ছেলে ও মরহুম মুক্তিযুদ্ধা নজির আহমদ চৌধুরীর দৌহিত্র। দুর্ঘটনা ও নিহতের সত্যতা নিশ্চিত করেছেন বালুখালী হাইওয়ে পুলিশের আইসি রাজেস বড়ুয়া।
উখিয়ায় বাসের ধাক্কায় ছাত্রলীগ নেতা বাহাদুর নিহত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।