জাহেদুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি:
লোহাগাড়ায় রবিবার রাত ৮ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বার আউলিয়া কলেজ গেইট এলাকায় কক্সবাজারগামী দূরপাল্লার বাসের ধাক্কায় ব্যাটারী চালিত রিক্সার যাত্রী লোহাগাড়া উপজেলার চরম্বা দেওয়ান আলী সিকদার পাড়ার আবুল কাশেমের পুত্র আব্দুল কুদ্দুছ (২৭) নিহত এবং রিক্সা চালক ফজল করিম (৩৫) নামের আরেক যুবক আহত হয়েছেন। সে কক্সবাজার জেলার চকরিয়া কোনাখালী এলাকার মো: আলীর পুত্র। বিষয়টি নিশ্চত করেন লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই ওয়াসিম মিয়া।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার বার আউলিয়া কলেজ গেইট এলাকায় কক্সবাজারগামী দূরপাল্লার বাসের সাথে পদুয়াগামী ব্যাটারী চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রিক্সার যাত্রী নিহত হন। চালককে আহতবস্থায় স্থানীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে বলে কর্তব্যরত চিকিৎসক ডা. জয়নুল আবেদীন জানান। ঘটনাস্থলে ব্যাটারী চালিত অটোরিক্সাটি দুমড়ে মুছড়ে যায়। প্রত্যক্ষ্যদর্শী তাজুল ইসলাম শিল্পী বলেন, কক্সবাজারগামী বাসের ধাক্কায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন।
খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশের সুরতহাল শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্থান্তর করেন বলে জানান লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই ওয়াসিম মিয়া।। ঘটনার পরপরই ঘাতক বাসটি পালিয়ে যায়। এ রিপোর্ট লিখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
ক্যাপশন: লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় দুমড়ে মুছড়ে যাওয়া বাটরী চালিত রিক্সা, নিহত কুদ্দুছ ও আহত ফজল করিম।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।