প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজারের ঐতিহ্যবাহী সমাজকল্যাণমূলক সংগঠন বাহারছড়া নবজাগরণ সমিতির উদ্যোগে গত শনিবার সমিতি মিলনায়তনে সমিতির সদস্যদের কম্বল বিতরণ করা হয়েছে।

সমিতির সাধারণ সম্পাদক জাফর আলমের সঞ্চালনা ও সভাপতি নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ও কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার। কম্বল বিতরণকালে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-২ রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন, সমিতির সহ সভাপতি আবদুস সবুর, সাবেক সাধারণ সম্পাদক আবদুল মাবুদ রাজন, কোষাধ্যক্ষ জিয়াউল হক রানা, ক্রীড়া সম্পাদক নুরুল আমিন, মৎস্য ও কৃষি সম্পাদক মোঃ সেলিম, পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক পরওয়ার হাবীব, প্রচার সম্পাদক নুর আহামদ, কার্যনির্বাহী সদস্য মোঃ রফিক, নুরুল কবির প্রমুখ।