ইমরান হোসাইন, পেকুয়া :

কক্সবাজারের পেকুয়ায় দুর্বৃত্তের গুলিতে নিরুপম দাশ(৪৫) নামের এক স্কুল শিক্ষক গুরুতর আহত হয়েছে।

রবিবার (১৪জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার রাজাখালী এলাকার রব্বত আলী পাড়া এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত স্কুল শিক্ষককে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত স্কুল শিক্ষক চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরই কড়া এলাকার মৃত নেপাল চন্দ্র দাশের ছেলে। তিনি রাজাখালী এয়ার খান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

স্থানীয়রা জানান, রাতে রব্বত আলী পাড়া থেকে প্রাইভেট পড়ানো শেষে শিক্ষক নিরুপম স্কুলে ফিরছিলেন। এসময় কুয়াশাছন্ন অন্ধকারে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে তিনি আহত হয়। পরে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটল করতে পারেনি পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।