ফতেখার শাহজীদ, কুতুবদিয়া:
কুতুবদিয়ায় পুলিশের বিশেষ অভিযানে কামাল হোসেন (২৭) নামে এক জলদস্যুকে গ্রেফতার করা হয়েছে। ১২ জানুয়ারী (শুক্রবার) এস.আই জয়নাল আবেদীনের নেতৃত্বে পুলিশের চৌকস একটি দল রাত ১০ টার দিকে উপজেলার ধূরুং বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে। কামাল হোসেন দক্ষিণ ধূরুং ইউনিয়নের আলী ফকির ডেইল এলাকার সলিম উল্লাহ প্রকাশ গুন্নাইয়ার ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, জলদস্যুতা এবং অস্ত্র আইনে মহেশখালী ও কুতুবদিয়া থানায় ৬টি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।