হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :
১৪ জানুয়ারী ভোর রাতে শাহপরীরদ্বীপ বিওপির বিজিবি জওয়ানরা নাফ নদীর কিনারায় অবস্থিত কেওড়া বাগানে অভিযান চালিয়ে ১ কোটি ৮০ লক্ষ টাকা মূল্যমানের ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। তবে ইয়াবা চোরাচালানীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্ধতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসন, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানা গেছে।

টেকনাফ-২ বিজিবি’র পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল এসএম আরিফুল ইসলাম জানান ‘২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপির হাবিলদার মোঃ মাহবুবুল আলমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সাবরাং ইউপিস্থ ৫নং স্লূইচ গেইট এলাকায় নিয়মিত টহলে গমন করেন। টহলকালীন সোর্সের মাধ্যমে জানতে পারে মায়ানমার হতে ইয়াবার একটি চালান বর্ণিত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদ প্রাপ্তির পর টহল দল বর্ণিত এলাকায় নাফ নদীর কিনারায় অবস্থিত কেওড়া বাগানে ওঁৎ পেতে থাকে। পরবর্তীতে ১৪ জানুয়ারি ভোর রাত ৫টায় টহল দল দুইজন লোককে একটি ব্যাগ হাতে করে নাফ নদীর কিনারা দিয়ে আসতে দেখে চ্যালেঞ্জ করে। বিজিবি টহল দলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই ইয়াবা পাচারকারীরা তাদের হাতে থাকা ব্যাগটি ফেলে কর্দমাক্ত কেওড়া বাগানের ভেতর দিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ইয়াবা পাচারকারী কর্তৃক ফেলে যাওয়া ব্যাগটি খুলে গণনা করে ১ কোটি ৮০ লক্ষ টাকা মূল্যমানের ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্ধতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসন, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে’।