ইমরান হোসাইন, পেকুয়া:
পেকুয়া উপজেলার মগনামা ইউপির সাবেক চেয়ারম্যান ইউনুছ চৌধুরীর উপর হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার ড একেএম ইকবাল হোসেন।
শনিবার (১৩জানুয়ারি) রাত ১১টার দিকে তিনি ঘটনাস্থলে যান। এসময় তার সাথে ছিলেন কক্সবাজারের এডিশনাল পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মতিউল ইসলাম, এএসপি (ডিএসবি) শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল করিম, পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান ও পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার।
এদিকে একইদিন রাত ৯টার দিকে এ ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে পেকুয়া থানা পুলিশ। আটকরা হলেন, মগনামা ইউনিয়নের কালার পাড়া এলাকার মৃত ইদ্রিসের ছেলে আনছার (৪৫), একই এলাকার আবু তাহেরের ছেলে জহির আলম (৩৫)।
কক্সবাজার জেলা পুলিশ সুপার ড একেএম ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ইউনুছ চেয়ারম্যানের উপর হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।