এম.মনছুর আলম, চকরিয়া:

উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ ” এ স্লোগান সামনে রেখে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে চকরিয়ায় তিনদিনব্যাপী উন্নয়ন মেলা ২০১৮ উদযাপন করা হয়েছিল।গত১১জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০থেকে ১৩জানুয়ারী বিকেল ৫টা পর্যন্ত চলে চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সংলগ্ন পৌর কমিউনিটি সেন্টার মাঠে এ উন্নয়ন মেলা।অনুষ্টানের সমাপনী দিন ১৩জানুয়ারী বিকালে কমিউনিটি সেন্টারের মাঠে উন্নয়ন মেলা২০১৮উপলক্ষে আয়োজিত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিতর্ক ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।উক্ত উন্নয়ন মেলায় তিন দিনের বিতর্ক প্রতিযোগীতায় চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়কে হারিয়ে সেরাদের মধ্যে সেরা হয়ে

চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন উপজেলার বিএমচর ইউনিয়নের শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্টান বহদ্দার কাটা উচ্চ বিদ্যালয়।এ ছাড়াও কুইজ প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করে গৌরব অর্জন করেছে একই বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সালমান মাহমুদ তাহসিন।অনুষ্টান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্টানে আমন্ত্রিত অতিথিবৃন্দ।

পুরস্কার বিতরণ ও সমাপনী দিনের আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)খোন্দকার মো.ইখতিয়ার উদ্দিন আরাফাতের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কাদেরের সঞ্চলানায় অনুষ্ঠিত হয়।উক্ত সমাপনী দিনে অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এম এ।অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মো.আলমগীর চৌধুরী,চকরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ছৈয়দ আলম কমিশনার,চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী,উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ প্রমূখ।এ ছাড়াও মেলার সমাপনী অনুষ্টানে সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।