প্রেস বিজ্ঞপ্তি :
১২ জানুয়ারী শুক্রবার খুরুশকুল ফকির পাড়া ইকরা নূরাণী ইনস্টিটিউট ও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রমের আওতায় নূরানী ১ম বর্ষ ও শিশু শ্রেনির আনুষ্ঠানিক বই বিতরণ করা হয়। শিক্ষক আবুল হাশেমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা জালাল উদ্দিন সাহেব। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোস্তাক আহম্মেদ সিকদার, শফিউল আলম, নুরুল আলম, দেলোয়ার হোসেন, মিজান উদ্দিন, জসিম উদ্দিন, আবছার উদ্দিন, বেলাল উদ্দিন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন অত্র কার্যক্রমের সভাপতি ডাঃ মোহাম্মদ নূর। অনুষ্ঠানে হাবিব হাসান ও নিগার সুলতানা তারিনকে নুরানী ১ম বর্ষের বই ও অন্যান্যদেরকে শিশু শ্রেনির বই দেওয়া হয়। পরিশেষে হযরত মাওলানা জালাল উদ্দিন সাহেবের আনুষ্ঠানিক দোয়ায় দেশ জাতির কল্যাণ কামনা করে অত্র কার্যক্রমের অব্যাহত সাফল্য কামনায় অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।
ইকরা নূরাণী ইনস্টিটিউটে বই বিতরণ সম্পন্ন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।