আমান উল্লাহ আমান, টেকনাফ:

টেকনাফে নাফ নদের কেওড়া বাগান থেকে বস্তাবর্তী ৯৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহলদল। ১২ জানুয়ারি ভোর ৪ টায় টার দিকে দমদমিয়া বিওপির বিজিবি টহলদল জাদিমুরা সীমান্ত পয়েন্ট দিয়ে মাদক ইয়াবা পাচারকারীদের ধাওয়া করে এসব ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

বিজিবি সুত্রে জানা গেছে, দমদমিয়া বিওপির সুবেদার মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি বিশেষ টহলদল মায়ানমার হতে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করার গোপন সংবাদে জাদিমোড়া নাফ নদ সীমান্তের কেওড়া বাগানে ওঁৎপেতে থাকে। কিছুক্ষন পর দেখতে পায় ৩/৪ জন লোককে কেওড়া বাগানের পার্শ্ববর্তী নাফ নদীর কিনারা দিয়ে প্লাষ্টিকের বস্তা মাথায় করে আসছে। এসময় বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই ইয়াবা পাচারকারীরা তাদের মাথায় থাকা বস্তা ফেলে অন্ধকারে পার্শ্ববর্তী গ্রামের ভেতর পালিয়ে যায়। পরে টহলদল ইয়াবা পাচারকারী কর্তৃক ফেলে যাওয়া প্লাষ্টিকের বস্তাটি খুলে গণনা করে ২ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার ৩০০ টাকা মূল্যমানের ৯৮হাজার ৮৯১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এস এম আরিফুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসন, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।