রেজাউল করিম: ইউটিউবে মুক্তি পেল আমি নেতা হবো সিনেমার আইটেম গান লাল লিপস্টিক। আকাশ সেনের সুরে প্রিয় চট্টোপাধ্যায় এর কথায় গানটিতে কন্ঠ দিয়েছেন তৃষা ও আকাশ। এ গানের কোরিওগ্রাফি করেছেন তানজীল আলম। ঝমকালো চেহারায় মীম এবং ড্যাশিং লুকে শাকিব খান ইতিমধ্যেই দর্শকদের হৃদয় ছুঁয়েছেন।
এ প্রসঙ্গে মিম বলেন, ‘এ ছবিতে আমার চরিত্রটি একটু ভিন্ন ধরনের। তাই আইটেম গানে আমাকে মডার্ন যাত্রাদলে কাজ করা একটি মেয়ের চরিত্রে দেখা গিয়েছে। সেখানেই মূলত নায়কের সঙ্গে আমার পরিচয় হয়। ‘আমি নেতা হবো’ ছবিটি পরিচালনা করছেন উত্তম আকাশ। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ওমর সানি ও মৌসুমী। উল্লেখ্য, মিম এর আগে ‘আমি তোমার হতে চাই’ ছবির আইটেম গানে নেচেছিলেন। গানটির শিরোনাম ছিল মিম মিম। অন্যদিকে শাকিব তার ক্যারিয়ারে অসংখ্য ছবির আইটেম গানে নেচেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।