নুসরাত পাইরিন,কক্সবাজার :
“উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ”এ প্রতিপাদ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সরাদেশের ন্যায় কক্সবাজারে শুরু হয়েছে তিনদিনের উন্নয়ন মেলা। বৃহস্পতিবার সকালে শহীদ দৌলত ময়দানে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ভারপ্রাপ্ত ড,এম এমদাদুল হক। পরে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। জেলা প্রশাসক মো: আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্ণেল অব: ফোরকান আহমেদ,জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, ২০২১ সালের মধ্যে ‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ’ এবং ২০৪১ সালের মধ্যে ‘উন্নত বাংলাদেশ’ গঠনে সরকারের উন্নয়ন কার্যক্রম জনসাধারণের সামনে তুলে ধরতে দেশজুড়ে উন্নয়ন মেলার আয়োজন করা হচ্ছে। বর্তমান সরকারের সময় নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে দেশের প্রান্তিক জনগণসহ আপামর জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার লক্ষ্যে এ উন্নয়ন মেলা। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তা পরস্পরের মতবিনিময়ের মাধ্যমে স্থানীয় সমস্যা ও সম্ভাবনাগুলো চিহ্নিতকরণ, পরিকল্পনা প্রণয়ন, ও বাস্তবায়নে এই মেলা বিশেষ ভূমিকা রাখবে। প্রতিটি মানুষ যাতে আত্মবিশ্বাসের মাধ্যমে মর্যাদার সাথে জীবনযাপন করতে পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মাহিদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খালেদ মাহমুদ,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আশরাফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রুহুল কুদ্দুছ, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটগণ, সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মেলায় সেনাবাহিনী, সরকারের বিভিন্ন অধিদপ্তর, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানসহ ৯০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। যেখানে বিনামূল্যে সরকারী সেবাসমূহ ও তথ্য প্রদান করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। এ ছাড়া প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেও দেশের মুক্তিযুদ্ধ ও আর্থ-সামাজিক উন্নয়নের নানা দিক তুলে ধরা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।