বার্তা পরিবেশক ॥
কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ছেনুয়ারা বেগম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিকারুজ্জামান চৌধুরী রবিনের বদান্যতায় উখিয়ায় অসহায় গরীব শীতার্তদের মাঝে ১২০টি শীতের কম্বল বিতরণ করেছে সিএসবি ২৪ ডটকম পরিবার।
“বৈষম্যের অবসানে নিরন্তর” এ স্লোগানকে সাম্য রেখে ১০ জানুয়ারী সন্ধ্যায় উখিয়ার উপজেলার ব্যস্ততম স্টেশন কোটবাজারের অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র গুলো বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ সদস্য আদিল উদ্দন চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএসবি ২৪ ডটকম এর সম্পাদক এবং আমাদের সময় ও হিমছড়ি প্রতিনিধি পলাশ বড়–য়া, নির্বাহী সম্পাদক ও ভোরের কাগজ প্রতিনিধি গফুর মিয়া চৌধুরী, শিক্ষক মিলন কুমার বড়ুয়া, সবুজ বড়–য়া, মেডিসিন রিপ্রেজেন্টেটিভ জালাল উদ্দিন, কোটবাজার এন. আলম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিশ্বজিৎ বড়ুয়া, ঠিকাদার বিধু বড়ুয়া, সমাজসেবক রতন বড়ুয়া, দীপ্ত বড়ুয়া, রনিল বড়ুয়া প্রমুখ।