আবদুল মজিদ,চকরিয়া:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক“ ড. মুহাম্মদ নূরুল আমিন নূরী ” ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, বাংলাদেশ এর আল-কুরআন অ্যান্ড্ ইস্লামিক স্টাডিজ বিভাগ থেকে ১৯৯৮ ইং সালে (২০০১ সালে অনুষ্ঠিত) বি.টি.আই.এস (অনার্স) এবং ১৯৯৯ ইং সালে (২০০২ সালে অনুষ্ঠিত) এম.টি.আই.এস. (মাষ্টার্স) উভয় ফাইনাল পরীক্ষায় ১ম শ্রেণীতে ১ম স্থান অধিকার করেছেন এবং উভয় পরীক্ষায় থিওলজী ফ্যাকাল্টিতে রেকর্ড সংখ্যক নম্বর পেয়ে ফ্যাকাল্টি ফার্ষ্ট হওয়ার গৌরব অর্জন করেন এবং মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদক প্রাপ্ত হন। ০৭/০১/২০১৮ ইং তারিখে অনুষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতি তাঁকে এ স্বর্ণপদক প্রদান করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, বাংলাদেশ আল-কুরআন অ্যান্ড্ ইস্লামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. এ.বি.এম.সাইফুল ইস্লাম সিদ্দীকীর তত্ত্বাবধানে ইসলামী বিশ্ববিদ্যালয়র “আল-কুরআন অ্যান্ড্ ইস্লামিক স্টাডিজ” বিভাগ হতে ২০০৯ সালে ২০২ তম সিন্ডিকেটে পি-এইচ.ডি. ডিগ্রি লাভ করেন। তার গবেষণার বিষয়বস্তু ছিল-“ Manhazu Ayeshata (R) fi Tafsiriha wa Estihadatiha: Dirasatun Tahliliatun ” [ তাফ্ছীর ও গবেষণায় হযরত আয়েশা (রা:) এর পদ্বতি: একটি পর্যালোচনা ]। ড. মুহাম্মদ নূরুল আমিন নূরী শিক্ষা জীবনের প্রতিটি স্তরে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রাখেন। তিনি মাদরাসা শিক্ষা বোর্ড হতে কামিল পরীক্ষায় হাদীছ বিভাগ থেকে ২০০৪ সালে ১ম শ্রেণীতে ৩য় স্থান অধিকার করেন। তিনি স্কলারশীপসহ সৌদি আরবের রিয়াদস্থ কিং সাউদ বিশ্ববিদ্যালয় থেকে ২০০৬-২০০৭ সালে এক্সিলেন্ট গ্রেডে ১ম স্থান অধিকারসহ পোষ্ট গ্র্যাজিউয়েট্ ডিপ্লোমা (শিক্ষক প্রশিক্ষণ কোর্স) ডিগ্রী অর্জন করেন। তিনি দ্বিতীয়বারের মত স্কলারশীপসহ সৌদি আরবের মক্কাস্থ ইনস্টিটিউট ফর দ্যা প্রিপারেশন অব্ ইমামস এন্ড ফিরিসার্স, মাক্কা- সৌদি আরব থেকে ২০১৪-২০১৫ সালে এক্সিলেন্ট গ্রেডে ১ম স্থান অধিকারসহ জেনারেল ডিপ্লোমা অর্জন করেন এবং মক্কাস্থ ফাউ-েশন অব ’ইমামুদ দাওয়া, মাক্কা- সৌদিআরব থেকে ১৪৩৬হিজরীতে ১ম বিভাগ অধিকারসহ “ডিপ্লোমা ইন শারী‘আত স্টাডিজ” ডিগ্রী অর্জন করেন। ইতমধ্যে দেশি বিদেশী জার্নাল ও পত্র পত্রিকায় তাঁর বিশোর্ধ গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের আল-কুরআনুল কারীম বিশ্বকোষে তাঁর ৬৩টি নিবন্ধ প্রকাশিত হয়েছে। ড. মুহাম্মদ নূরুল আমিন নূরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে ২০১০ সালে প্রভাষক, ২০১১ সালে সহকারী অধ্যাপক এবং ২০১৬ সালে সহযোগী অধ্যাপক পদে যোগদান করেন। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ১০ নং চিরিংগা ইউনিয়নের দক্ষিন বুড়িপুকুর গ্রামের বিশিষ্ট আলেমেদ্বীন, সওদাগরঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষানুরাগী জনাব আল্হাজ্ব মৌলানা নূরুল হোছাইন এবং মুছাম্মৎ জাহানারা বেগমের দ্বিতীয় পুত্র। তিনি সকলের দোয়া প্রার্থী। স্বর্ণপদক